Wellcome to National Portal
Main Comtent Skiped

এক নজরে

পাটের ব্যবসা সম্প্রসারণ এবং পাটের বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জন্য ১৯৫৩ সালে তৎকালীন কেন্দ্রিয় সরকারের অধীনে প্রথমে জুট বোর্ড গঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭৩ সালের এপ্রিল মাসে জুট বোর্ড বিলুপ্ত করে অর্থ মন্ত্রণালয়ের অধীনে পাট বিভাগ সৃষ্টি করা হয়। ১৯৭৬ সালে স্বতন্ত্র পাট মন্ত্রণালয় সৃষ্টি হয়। উহার অধীনে সংযুক্ত দপ্তর হিসেবে পাট পরিদপ্তর সৃষ্টি করা হয়। পরবর্তীতে কাঁচাপাট ও পাটজাত পণ্য সার্বিক ও রপ্তানি উপযোগী রাখার জন্য বিশ্বব্যাংকের সুপারিশের আলোকে ১৯৭৮ সালে পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর নামে অপর একটি পরিদপ্তর সৃষ্টি করা হয়। ১৯৯২ সালে পাট মন্ত্রণালয়ের অধীনস্থ সাবেক ‘পাট পরিদপ্তর’ এবং ‘পাট ও পাটপণ্য পরিদর্শন পরিদপ্তর’ একীভূত করে পাট অধিদপ্তর গঠিত হয়। সাবেক পরিদপ্তর দু’টির মোট জনবলের সংখ্যা ছিল ৭৯৩ জন। নবগঠিত পাট অধিদপ্তরের জনবল নির্ধারণ করা হয় ৪৯৪ জন। সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ১২০ জন পাট অধিদপ্তরে রাজস্বখাতে স্থানান্তরিত হওয়ায় বর্তমানে অনুমোদিত জনবলের সংখ্যা ৬০৪ জন।


অধিদপ্তরের দায়িত্ব ও কার্যাবলির সংক্ষিপ্ত বিবরণ :  

০১.  পাট আইন, ২০১৭ এবং দি জুট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) রুলস ১৯৬৪ প্রয়োগ ও বাস্তবায়ন;

০২. পণ্যে পাটজাতমোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা, ২০১৩ প্রয়োগ ও বাস্তবায়ন;

০৩. পাট আইন, ২০১৭ এর আওতায় পাট (লাইসেন্সিং এন্ড এনফোর্সমেন্ট) বিধিমালা, ২০২৩ প্রণয়ন;

০৪. পাট ও পাটজাত পণ্য ব্যবসায়ের লাইসেন্স ইস্যু ও নবায়ন এবং প্রধান কার্যালয় হতে পাট ও পাটজাত পণ্যের অনলাইন (Automation) লাইসেন্স ইস্যু ও নবায়ন;

০৫. মাঠ পর্যায়ের শূন্যপদ পূরণে মন্ত্রণালয়ের ছাড়পত্র গ্রহণ/পিএসসি’তে চাহিদাপত্র প্রেরণ এবং সরাসরি জনবল নিয়োগের মাধ্যমে শুন্য পদ পুরণ;

০৬. পাট আবাদি জমির পরিমাণ, পাট উৎপাদনের পূর্বাভাস ও পূর্ববর্তী বছরের তুলনামূলক পরিসংখ্যান সংগ্রহ, সংকলন, সরবরাহ ও সংরক্ষণ;

০৭. পাটজাত পণ্যের মান পরিদর্শন, পরীক্ষণ ও মানসম্পন্ন পণ্য উৎপাদনে পাটকলসমূহকে সহায়তা প্রদান;

০৮. মানবসম্পদ উন্নয়নে কর্মকর্তা/কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান;

০৯. প্রকল্পের আওতায় মানসম্মত পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ। পাট চাষের উন্নয়ন, পাট চাষিদের উন্নত প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান, পাটচাষি সমাবেশ আয়োজন ও উদ্বুদ্ধকরণ এবং

১০. পাট ও পাটজাত পণ্যঃ বর্ষপণ্য-২০২৩ পালনের অংশ হিসাবে মেলা/কর্মশালা/সেমিনার ইত্যাদি আয়োজন ও সরকার কর্তৃক প্রদত্ত অন্যান্য কার্যাবলি বাস্তবায়ন।