Wellcome to National Portal
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

সাম্প্রতিক বছরসমূহের প্রকল্পের (৩বছর) প্রধান অর্জনসমূহ:

উচ্চ ফলনশীল (উফশী) পাটবীজ উৎপাদনে আত্মনির্ভরশীলতা অর্জন এবং মানসম্মত পাটের উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধকরণ ও অব্যাহত সহায়তা প্রদান। প্রকল্পের প্রত্যক্ষ তত্বাবধানে বিগত বছর সমূহে ৫,৭২,৬২৭ (একর) জমিতে ১৭৪২.৫ মে.টন প্রত্যায়িত পাটবীজ বিতরণ, ৮৭৭৭.৯ (একর) জমিতে ১৭.৯৩ মে.টন ভিত্তি পাটবীজ বিতরণ করা হয়। বিগত বছরে ৪১.৬৩ লক্ষ বেল পাট ও ১৬১৮.৩৯ মেট্রিক টন পাটবীজ উৎপাদন হয়। চাষীদের উৎপাদিত ৩৪২.০৫ মেট্টিক টন পাটবীজ প্রকল্পের মাধ্যমে ক্রয় করা হয়। চলমান প্রকল্পের আওতায় দেশের ৪৫টি জেলার ২২৮টি উপজেলায় মানব সম্পদ উন্নয়নে ১,০৪,৪৪৫ জন পাটচাষীকে প্রশিক্ষণ প্রদান, ৪,৬৮,৩৩৪ জন চাষীকে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ, ৩৯টি জেলায় পাটচাষী সমাবেশ হয়, পাট চাষে চাষীদে উৎসাহিত করণ এবং নিজেদের মধ্যে তথ্য বিনিময়ের জন্য ১৮৫৩টি মাঠ দিবস, পাট পঁচনের জন্য চাহিদা অনুযায়ী কৃষি ভর্তুকির মাধ্যমে পাটচাষীর জমিতে অগভীর গর্ত খনন করে পানি সেচের মাধ্যমে ৯২টি প্রদর্শনীর মাধ্যমে পাট পঁচনে সহয়তা প্রদান, ১৮,৩০,২৮৪ জন পাট চাষীকে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়।